মোট পৃষ্ঠাদর্শন

423

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

মোবাইল ফোনের টাওয়ার এবং কলিং সিস্টেম


আপনারা সবাই তো মোবাইল ব্যাবহার করেন তাইনা? মোবাইল আমাদের নিত্যদিনের নানা ব্যাপারকে করে তুলেছে অনেক সহজ এবং গতিময় তার সাথে এর খারাপ প্রভাবও অনেক যত কিছুই হোক মোবাইল বিজ্ঞানের এক চরম আবিষ্কার আমিতো মোবাইল ছাড়া পুরোই অচল আমার ইন্টারনেট জগত চলে মোবাইল দিয়ে দু-তিন মিনিটের জন্য মোবাইল না দেখলে অসহ্য লাগে এমন অবস্থা                                                       
আমরা সবাই মোবাইল ব্যবহার করলেও এটি কিভাবে কাজ করে, ফোন কিভাবে আমরা করতে পারি, এসব সম্পর্কে আমরা কয়জনই বা জানি? আমিও নিজেও খুব একটা জানিনা                                                            
তবে যা জানি তার থেকে কয়েকটি কথা শেয়ার করি যাতে সবাই কিছুটা জানতে পারি টেকনিক্যাল টার্ম থাকুক, এমনিতেই বলি                                                           
আমাদের আশে পাশে অনেক মোবাইল টাওয়ার দেখি আমরা আমরা যেখানেই থাকিনা কেন আমরা কোন না কোন টাওয়ারের আয়ত্ত্বে থাকি যে কোন একটি টাওয়ারের আয়ত্ত্বে খাকি আমরা, কখনোই একইসাথে ২টা বা এর অধিক টাওয়ারের আয়ত্ত্বে নয় আমরা যে টাওয়ারের আয়ত্ত্বে থাকি সে টাওয়ারে আমাদের ফোন নাম্বার লিপিবদ্ধ থাকে, যা ওই টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারকে জানিয়ে দেয় অনেকগুলো টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারের আয়ত্ত্বে থাকে এটি কোন জেলা নিয়ে হতে পারে, আবার আরও ছোট এলাকা কিংবা বড় এলাকা নিয়েও হতে পারে প্রধানত ব্যবহারকারীর উপর ভিত্তি করে এটি ঠিক করা হয়                   আবার সব সাব-ডিবিশান টাওয়ারও একটি প্রধান টাওয়ার কিংবা কোন একটি ট্রান্সমিশন কেন্দ্রের আয়ত্ত্বে থাকে                                                                                                                   
আপনি যখন ফোন করতে যান আপনার কলটি প্রথমে আপনার টাওয়ারে যায়, সেখান থেকে প্রধান কেন্দ্রে চলে যায় কেন্দ্রে সে খুঁজে বের করে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি কোন টাওয়ার এবং সাব-ডিবিশানে আছে এর পর সে সাব-ডিবিশানে যায় এবং ওখান থেকে টাওয়ার হয়ে ওই ফোন নাম্বার কিংবা মোবাইলে কলটি যায় ব্যাপারটি এত দ্রুত হয়যে আমরা বুঝতেও পারিনা                                                          
 এখন ব্যাপার হল যে, আমরা তো আর এক যায়গায় বসে থাকিনা নানা দিকে যাই গাড়িতে চড়ি দেখা যায় যে কথা বলতে বলতে আমি এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে চলে গেলাম এই ক্ষেত্রেতো ফোন কেটে যাওয়ার কথা তাইনা? আগে কেটে যেত কিন্তু এখন আর যায়না কারণ বতর্মানে প্রযুক্তি অনেক এগিয়েছে আমাদের মোবাইল তার নিকটবর্তী সকল টাওয়ারে সিগনাল পাঠায় তার সবচেয়ে কাছের যে টাওয়ার তাতে সে লিপিবদ্ধ হয় অর্থাৎ তার আয়ত্ত্বে থাকে সে তাই আর সমস্যা হয়না

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন