নিউট্রিনো কণা আলোর চেয়ে দ্রুত গতির বলেই নিশ্চিত করেছেন ইউরোপের অপেরা প্রকল্পের গবেষকরা। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর গবেষকরা নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি এমন তথ্য দেবার পর তাদের সমর্থন করলো অপেরা’র গবেষকরাও। খবর গিজম্যাগ-এর।
সার্ন-এর গবেষকরা নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি এমন তথ্য দেবার পরও সংশয়ে ছিলেন গবেষকরা। অপেরা’র গবেষকরা এ সংশয় দূর করতে গবেষকদের নিয়ে আরেকটি রেপ্লিকা পরীক্ষা করেন। এবং তারাও সার্ন গবেষকদের মতোই ফল পেয়েছেন।
অপেরা প্রকল্পের গবেষকরা জানিয়েছেন, তারা সার্ন-এর গবেষকদের সমর্থন করলেও এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। বাইরের কোনো স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানে এ পরীক্ষার ফল যাচাই করে তবেই আনুষ্ঠানিক ঘোষণা দেবার কথা জানিয়েছে অপেরা’র গবেষকরা।
আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু সার্নের গবেষণার ফল আইনস্টাইনের এ তত্ত¡টিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গবেষকরা বলছেন, আলোর চেয়েও বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি।
সার্ন-এর গবেষকরা নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি এমন তথ্য দেবার পরও সংশয়ে ছিলেন গবেষকরা। অপেরা’র গবেষকরা এ সংশয় দূর করতে গবেষকদের নিয়ে আরেকটি রেপ্লিকা পরীক্ষা করেন। এবং তারাও সার্ন গবেষকদের মতোই ফল পেয়েছেন।
অপেরা প্রকল্পের গবেষকরা জানিয়েছেন, তারা সার্ন-এর গবেষকদের সমর্থন করলেও এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। বাইরের কোনো স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানে এ পরীক্ষার ফল যাচাই করে তবেই আনুষ্ঠানিক ঘোষণা দেবার কথা জানিয়েছে অপেরা’র গবেষকরা।
আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু সার্নের গবেষণার ফল আইনস্টাইনের এ তত্ত¡টিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে। গবেষকরা বলছেন, আলোর চেয়েও বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন