মোট পৃষ্ঠাদর্শন

423

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

পেন ড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখা



সবাই কে সালাম দিয়ে শুরু করছি। কেমন আছেন ? ভাল থাকেন এই কামনা করি আজ একটা important টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ছি...... আশা করি আপনাদের ভাল লাগবে।

পেন ড্রাইভ এবং মেমোরি কার্ডের তথ্য নিরাপদ ও গোপন রাখার জন্য এগুলোকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যায়এ কাজে 'ইউএসবি সিকিউর' বেশ কার্যকর একটি সফটওয়্যারএই সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য প্রথমে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করতে হবেএরপরwww.newsoftwares.net/download/usbsecure1-en/?id=gg থেকে কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবেএবার সফটওয়্যারটি চালু করে Set Password এবং Confirm Password ঘরে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড লিখতে হবেপাসওয়ার্ডটি পরবর্তী সময়ে অবশ্যই মনে রাখতে হবে, নতুবা কোনো তথ্য দেখা যাবে নাএবারে লক্ষ করে দেখুন, আপনার পেন ড্রাইভের সব তথ্য হাইড (দেখা না যাওয়া) হয়ে গেছেএসব তথ্য ব্যবহার করতে হলে আগে পাসওয়ার্ড দিয়ে ড্রাইভটি আগে আনপ্রটেক্টেড করে নিতে হবেতারপর পেন ড্রাইভ ক্লিক করে তথ্য দেখতে হবে।                                                    

এই ব্লগ এ হ্যাকিং,পিসি টিপস,মোবাইল টিপস নিয়ে লিখা হবে।।যা আগে কখনো পাননি।।so stay close 2 get that............


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন