সালাম।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন?আজ অনেক দিন পর আপনাদের জন্য লিখতে বসলাম।ভেবে পাইনা কোন বিষয় নিয়ে লিখব।তবুও আপনাদের জন্য একটা ছোট্ট টিপস লিখছি।চলুন তাহলে শুরু করা যাক।
মোবাইল থেকে আমরা অনেকে নেট ব্যবহার করে থাকি।অনেক সময় এমন কিছু পাই যা সংগ্রহ করা অতি জরুরি।কিন্তু আমরা তা পারি না।পিসি থাকলে তো ctrl+c,ctrl+v মেরে কাজ সারতে পারতাম কিন্তু এখন কি হবে????????
আপনি কি চিন্তিত হয়ে গেলেন?নো প্রবলেম একটু মনোযোগ সহকারে পদুন তবেই এই সমস্যা থাকে পরিত্রান পেতে পারেন।
আমরা অনেকেই ব্রাউজার হিসেবে অপেরা মিনি use করি।অপেরা v.-5 beta,5.1,6.1,6.5 এগুলু তে কোন কিছু লিখতে গেলে বক্স করা ঘরে লিখতে হয়(search box,web address box,etc…..)।
তো কোন কিছু সংরক্ষনে রাখতে হলে উল্লেখিত অপেরা ভার্সন গুলোতে ok বাটন চেপে ধরলেই copy উঠে তো যে লিখা টা কপি করতে চান টা সিলেক্ট করুন।এরপর ওয়েব এড্রেস বক্স অথবা সার্চ বক্সে গিয়ে ওকে দিন তারপর option→paste তারপর আবার option→full screen এ যান।
full screen এ এসে option→mark all→ দিয়ে copy করুন।এবার অপেরা থেকে বের হয়ে আসুন।mobile এর message option এ গিয়ে paste করুন দেখবেন জ আপনার copy করা জিনিস টা চলে আসছে এবার তা সেভ করলেই আপনার কাজ শেষ।।
ধন্যবাদ সবাইকে……………………………………….
stay close for next tips............
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন