মোট পৃষ্ঠাদর্শন

বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

মোবাইল ফোনের টাওয়ার এবং কলিং সিস্টেম


আপনারা সবাই তো মোবাইল ব্যাবহার করেন তাইনা? মোবাইল আমাদের নিত্যদিনের নানা ব্যাপারকে করে তুলেছে অনেক সহজ এবং গতিময় তার সাথে এর খারাপ প্রভাবও অনেক যত কিছুই হোক মোবাইল বিজ্ঞানের এক চরম আবিষ্কার আমিতো মোবাইল ছাড়া পুরোই অচল আমার ইন্টারনেট জগত চলে মোবাইল দিয়ে দু-তিন মিনিটের জন্য মোবাইল না দেখলে অসহ্য লাগে এমন অবস্থা                                                       
আমরা সবাই মোবাইল ব্যবহার করলেও এটি কিভাবে কাজ করে, ফোন কিভাবে আমরা করতে পারি, এসব সম্পর্কে আমরা কয়জনই বা জানি? আমিও নিজেও খুব একটা জানিনা                                                            
তবে যা জানি তার থেকে কয়েকটি কথা শেয়ার করি যাতে সবাই কিছুটা জানতে পারি টেকনিক্যাল টার্ম থাকুক, এমনিতেই বলি                                                           
আমাদের আশে পাশে অনেক মোবাইল টাওয়ার দেখি আমরা আমরা যেখানেই থাকিনা কেন আমরা কোন না কোন টাওয়ারের আয়ত্ত্বে থাকি যে কোন একটি টাওয়ারের আয়ত্ত্বে খাকি আমরা, কখনোই একইসাথে ২টা বা এর অধিক টাওয়ারের আয়ত্ত্বে নয় আমরা যে টাওয়ারের আয়ত্ত্বে থাকি সে টাওয়ারে আমাদের ফোন নাম্বার লিপিবদ্ধ থাকে, যা ওই টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারকে জানিয়ে দেয় অনেকগুলো টাওয়ার একটি সাব-ডিবিশান টাওয়ারের আয়ত্ত্বে থাকে এটি কোন জেলা নিয়ে হতে পারে, আবার আরও ছোট এলাকা কিংবা বড় এলাকা নিয়েও হতে পারে প্রধানত ব্যবহারকারীর উপর ভিত্তি করে এটি ঠিক করা হয়                   আবার সব সাব-ডিবিশান টাওয়ারও একটি প্রধান টাওয়ার কিংবা কোন একটি ট্রান্সমিশন কেন্দ্রের আয়ত্ত্বে থাকে                                                                                                                   
আপনি যখন ফোন করতে যান আপনার কলটি প্রথমে আপনার টাওয়ারে যায়, সেখান থেকে প্রধান কেন্দ্রে চলে যায় কেন্দ্রে সে খুঁজে বের করে আপনার কাঙ্ক্ষিত ফোন নাম্বারটি কোন টাওয়ার এবং সাব-ডিবিশানে আছে এর পর সে সাব-ডিবিশানে যায় এবং ওখান থেকে টাওয়ার হয়ে ওই ফোন নাম্বার কিংবা মোবাইলে কলটি যায় ব্যাপারটি এত দ্রুত হয়যে আমরা বুঝতেও পারিনা                                                          
 এখন ব্যাপার হল যে, আমরা তো আর এক যায়গায় বসে থাকিনা নানা দিকে যাই গাড়িতে চড়ি দেখা যায় যে কথা বলতে বলতে আমি এক টাওয়ার থেকে আর এক টাওয়ারে চলে গেলাম এই ক্ষেত্রেতো ফোন কেটে যাওয়ার কথা তাইনা? আগে কেটে যেত কিন্তু এখন আর যায়না কারণ বতর্মানে প্রযুক্তি অনেক এগিয়েছে আমাদের মোবাইল তার নিকটবর্তী সকল টাওয়ারে সিগনাল পাঠায় তার সবচেয়ে কাছের যে টাওয়ার তাতে সে লিপিবদ্ধ হয় অর্থাৎ তার আয়ত্ত্বে থাকে সে তাই আর সমস্যা হয়না

মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

মোবাইল থেকেই সংরক্ষন করুন net এর প্রয়োজনীয় জিনিস


সালাম।সবাই কেমন আছেন?আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন?আজ অনেক দিন পর আপনাদের জন্য লিখতে বসলাম।ভেবে পাইনা কোন বিষয় নিয়ে লিখব।তবুও আপনাদের জন্য একটা ছোট্ট টিপস লিখছি।চলুন তাহলে শুরু করা যাক।
মোবাইল থেকে আমরা অনেকে নেট ব্যবহার করে থাকি।অনেক সময় এমন কিছু পাই যা সংগ্রহ করা অতি জরুরি।কিন্তু আমরা তা পারি না।পিসি থাকলে তো ctrl+c,ctrl+v মেরে কাজ সারতে পারতাম কিন্তু এখন কি হবে????????
আপনি কি চিন্তিত হয়ে গেলেন?নো প্রবলেম একটু মনোযোগ সহকারে পদুন তবেই এই সমস্যা থাকে পরিত্রান পেতে পারেন।
আমরা অনেকেই ব্রাউজার হিসেবে অপেরা মিনি use করি।অপেরা v.-5 beta,5.1,6.1,6.5 এগুলু তে কোন কিছু লিখতে গেলে বক্স করা ঘরে লিখতে হয়(search box,web address box,etc…..)
তো কোন কিছু সংরক্ষনে রাখতে হলে উল্লেখিত অপেরা ভার্সন গুলোতে ok বাটন চেপে ধরলেই copy  উঠে তো যে লিখা টা কপি করতে চান টা সিলেক্ট করুন।এরপর ওয়েব এড্রেস বক্স অথবা সার্চ বক্সে গিয়ে ওকে দিন তারপর option→paste তারপর আবার optionfull screen এ যান।
full screen এ এসে optionmark all দিয়ে copy করুন।এবার অপেরা থেকে বের হয়ে আসুন।mobile এর message option এ গিয়ে paste করুন দেখবেন জ আপনার copy করা জিনিস টা চলে আসছে এবার তা সেভ করলেই আপনার কাজ শেষ।।
ধন্যবাদ সবাইকে……………………………………….
stay close for next tips............

বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

সক্রিয় করুন উইন্ডোজের নিষ্ক্রিয় প্রোগ্রাম

সবাই কেমন আছেন???আশা করি ভাল।আজ পিসির একটি সাধারন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।অনেক বেস্ততার মাঝে সময় বের করে নিতে হইয়।তাই ভাল কোন টিপস দিতে পারি না।আশা করছি আপনাদের ভাল লাগবে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অনেক সময় ভাইরাসের কারণে ফোল্ডার অপশন, টাস্ক ম্যানেজার, কন্ট্রোল প্যানেল, সিস্টেম রিস্টোর, রান মেনু, কনটেক্সট মেনু, মাই কম্পিউটার, সার্চ অপশন, কমান্ড কনসোল, রেজিস্ট্রি এডিটর, এমএস কনফিগার ইত্যাদি ইউটিলিটি প্রোগ্রাম নিষ্ক্রিয় হয়ে থাকেরি-এনাবলনামের একটি সফটওয়্যার দিয়ে আপনি সহজেই এসব ইউটিলিটি সক্রিয় করতে পারবেনমাত্র ৭৭৩ কিলোবাইটের ছোট্ট এই সফটওয়্যারটি http://mediafire.com/?sl7aoa2ed9zl7zh ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিনএরপর জিপ ফাইলটি খুলুনসফটওয়্যারটি বহনযোগ্য (পোর্টেবল) বলে ইনস্টলের ঝামেলা নেইসফটওয়্যারটি খুলে যে ইউটিলিটি নিষ্ক্রিয় রয়েছে, সেটির নাম নির্বাচন করে Re-enable বাটনে ক্লিক করলেই ওই ইউটিলিটি সক্রিয় হয়ে যাবেএ ছাড়া এই সফটওয়্যারটি দিয়ে আপনি আরও অনেক কাজ করতে পারবেনযেমন: autorun.inf ভাইরাস শনাক্ত করা, ডেস্কটপ রিপেয়ার করা, ফোল্ডারের এট্রিবিউট পরিবর্তন করা ইত্যাদি
কয়েক দিনের মধ্যে মজার একটা পোস্ট দেব।stay close to find out,,,,,,...@
                       @@@@=====@@@@

বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

Trick To Make Your Firefox Fast


TODAY I’M SHARING WITH YOU A TIPS TO MAKE UR FAV. BOWSER MOZILA FASTER…….HOPE U’LL ENJOYYYYY.yyy
This Firefox tricks will improve the speed & load time of firefox. And you will be able to surf faster.

Type 
about:config in the address bar, Then look for the following entries, and make the corresponding changes. 

network.http.max-connections-per-server =32 

network.http.max-persistent-connections-per-proxy =16

network.http.max-connections = 64

network.http.max-persistent-connections-per-server = 10

network.http.pipelining = true

network.http.pipelining.maxrequests = 200

network.http.request.max-start-delay = 0

network.http.proxy.pipelining = true

network.http.proxy.version = 1.0 

Lastly right-click anywhere and select New- Integer.
Name it nglayout.initialpaint.delay and set its value to 0.
This value is the amount of time the browser waits before it acts on information it receives. Enjoy!
In this blog I’ll share about tips and tricks about pc & mobile……& About HACKING….which is very intresting thing…so stay close to get all this....

শুক্রবার, ২৫ নভেম্বর, ২০১১

অপেরাও বলছে নিউট্রিনো আলোর চেয়েও গতিসম্পন্ন

নিউট্রিনো কণা আলোর চেয়ে দ্রুত গতির বলেই নিশ্চিত করেছেন ইউরোপের অপেরা প্রকল্পের গবেষকরা। ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ (সার্ন)-এর গবেষকরা  নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি এমন তথ্য দেবার পর তাদের সমর্থন করলো অপেরা’র গবেষকরাও। খবর গিজম্যাগ-এর।

সার্ন-এর গবেষকরা  নিউট্রিনো কণার গতি আলোর চেয়ে বেশি এমন তথ্য দেবার পরও সংশয়ে ছিলেন গবেষকরা। অপেরা’র গবেষকরা এ সংশয় দূর করতে গবেষকদের নিয়ে আরেকটি রেপ্লিকা পরীক্ষা করেন। এবং তারাও সার্ন গবেষকদের মতোই ফল পেয়েছেন।

অপেরা প্রকল্পের গবেষকরা জানিয়েছেন, তারা সার্ন-এর গবেষকদের সমর্থন করলেও এখনই আনুষ্ঠানিক ঘোষণা দেবে না। বাইরের কোনো স্বাধীন গবেষণা প্রতিষ্ঠানে এ পরীক্ষার ফল যাচাই করে তবেই আনুষ্ঠানিক ঘোষণা দেবার কথা জানিয়েছে অপেরা’র গবেষকরা।

আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইল। আইনস্টাইন বলেছিলেন, আলোর চেয়ে দ্রুতগতিতে ভ্রমণ সম্ভব নয়। কিন্তু সার্নের গবেষণার ফল আইনস্টাইনের এ তত্ত¡টিকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।  গবেষকরা বলছেন, আলোর চেয়েও বেশি গতিতে যেতে পারে এমন কণার রেকর্ড তাদের হাতে রয়েছে। গবেষকদের তথ্যানুয়ায়ী, নিউট্রিনো নামের কণার গতি সেকেন্ডে ১লাখ ৮৬ হাজার ২৮২ মাইল যা আলোর চেয়ে বেশি।

পেন ড্রাইভকে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখা



সবাই কে সালাম দিয়ে শুরু করছি। কেমন আছেন ? ভাল থাকেন এই কামনা করি আজ একটা important টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ছি...... আশা করি আপনাদের ভাল লাগবে।

পেন ড্রাইভ এবং মেমোরি কার্ডের তথ্য নিরাপদ ও গোপন রাখার জন্য এগুলোকে পাসওয়ার্ড প্রটেক্টেড করে রাখা যায়এ কাজে 'ইউএসবি সিকিউর' বেশ কার্যকর একটি সফটওয়্যারএই সফটওয়্যারের মাধ্যমে পাসওয়ার্ড প্রটেক্টেড করার জন্য প্রথমে পেন ড্রাইভ বা মেমোরি কার্ডকে কম্পিউটারের সঙ্গে সংযুক্ত করতে হবেএরপরwww.newsoftwares.net/download/usbsecure1-en/?id=gg থেকে কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড করে কম্পিউটারে ইনস্টল করে নিতে হবেএবার সফটওয়্যারটি চালু করে Set Password এবং Confirm Password ঘরে কাঙ্ক্ষিত পাসওয়ার্ড লিখতে হবেপাসওয়ার্ডটি পরবর্তী সময়ে অবশ্যই মনে রাখতে হবে, নতুবা কোনো তথ্য দেখা যাবে নাএবারে লক্ষ করে দেখুন, আপনার পেন ড্রাইভের সব তথ্য হাইড (দেখা না যাওয়া) হয়ে গেছেএসব তথ্য ব্যবহার করতে হলে আগে পাসওয়ার্ড দিয়ে ড্রাইভটি আগে আনপ্রটেক্টেড করে নিতে হবেতারপর পেন ড্রাইভ ক্লিক করে তথ্য দেখতে হবে।                                                    

এই ব্লগ এ হ্যাকিং,পিসি টিপস,মোবাইল টিপস নিয়ে লিখা হবে।।যা আগে কখনো পাননি।।so stay close 2 get that............